制作

歌词

তোমারি রাগিণী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো
তোমারি রাগিণী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো
তোমারি রাগিণী-
তোমারি আসন হৃদয়পদ্মে
রাজে যেন সদা রাজে গো
তোমারি রাগিণী-
তব নন্দনগন্ধমোদিত ফিরি সুন্দর ভুবনে
তব নন্দনগন্ধমোদিত ফিরি সুন্দর ভুবনে
তব পদরেণু মাখি লয়ে তনু
সাজে যেন সদা সাজে গো
তোমারি রাগিণী-
সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে
বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীতছন্দে
সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে
বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীতছন্দে
তব নির্মল নীরব হাস্য হেরি অম্বর ব্যাপিয়া
তব নির্মল নীরব হাস্য হেরি অম্বর ব্যাপিয়া
তব গৌরবে সকল গর্ব
লাজে যেন সদা লাজে গো
তোমারি রাগিণী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো
তোমারি রাগিণী-
instagramSharePathic_arrow_out

Loading...