音乐视频

音乐视频

制作

歌词

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও
জাগাও সুধারবে
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও
জাগাও সুধারবে
অনেক দিনের...
বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
দিক পরানে আনি
বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
দিক পরানে আনি
ডাকো, ডাকো, ডাকো তোমার নিখিল-উৎসবে
জাগাও, জাগাও সুধারবে
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও
জাগাও সুধারবে
অনেক দিনের...
মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি
দেখাও, দেখাও ভুবনতলে
মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি
দেখাও, দেখাও ভুবনতলে
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার
খুলাও রুদ্ধদ্বার
পূর্ণ করো প্রণতিগৌরবে
জাগাও, জাগাও সুধারবে
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও
জাগাও সুধারবে
অনেক দিনের...
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...