制作
出演艺人
Shyamal Mitra
表演者
作曲和作词
Neeta Den
作曲
Gauri Prasanna Mazumder
词曲作者
歌词
আমরা অনেক ঝঞ্ঝা-ঝড়ে রাত্রি পেরিয়ে
নতুন একটা আকাশের নিচে দাঁড়ালাম
আমরা অনেক ঝঞ্ঝা-ঝড়ে রাত্রি পেরিয়ে (রাত্রি পেরিয়ে)
নতুন একটা আকাশের নিচে দাঁড়ালাম
তার বিনিময়ে কতকিছু মোরা হারালাম
আমরা অনেক ঝঞ্ঝা-ঝড়ে রাত্রি পেরিয়ে
নতুন একটা আকাশের নিচে দাঁড়ালাম
অন্ধ আঁধার নেই তো
নতুন ঠিকানা এই তো
অন্ধ আঁধার নেই তো
নতুন ঠিকানা এই তো
আমরা নতুন আলোকে বুকে টেনে নিতে
উচ্ছল বাহু বাড়ালাম
নতুন একটা আকাশের নিচে দাঁড়ালাম
আমরা অনেক ঝঞ্ঝা-ঝড়ে রাত্রি পেরিয়ে
নতুন একটা আকাশের নিচে দাঁড়ালাম
পেয়েছি কি আর পাবো না
নেই তার কোনো ভাবনা
পেয়েছি কি আর পাবো না
নেই তার কোনো ভাবনা
ভুলে গিয়ে সব ক্লান্তি
পেয়েছি অসীম শান্তি
ভুলে গিয়ে সব ক্লান্তি
পেয়েছি অসীম শান্তি
জীবনতীর্থ খুঁজে পেয়ে মোরা
ভীরুতার পথ ছাড়ালাম
নতুন একটা আকাশের নিচে দাঁড়ালাম
Written by: Gauri Prasanna Mazumder, Neeta Den