制作
出演艺人
Ajoy Chakrabarty
表演者
作曲和作词
Kazi Nazrul Islam
作曲
歌词
শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ-কাঠিতে
শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ-কাঠিতে
যত জ্বালি সুবাস তত
যত জ্বালি সুবাস তত
ছড়িয়ে পড়ে চারিভিতে, মা
শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ-কাঠিতে
ভক্তি আমার ধূপের মতো
ভক্তি আমার ধূপের মতো
উর্দ্ধে ওঠে অবিরত, মা
ভক্তি আমার ধূপের মতো
উর্দ্ধে ওঠে অবিরত
শিব-লোকের দেব-দেউলে, মা
শিব-লোকের দেব-দেউলে
মা'র শ্রীচরণ পরশিতে, পরশিতে
মা, মা, মা
শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ-কাঠিতে
অন্তরলোক শুদ্ধ হল
পবিত্র সেই ধূপ-সুবাসে
অন্তরলোক শুদ্ধ হল
পবিত্র সেই ধূপ-সুবাসে
ওরে মা'র হাসিমুখ চিত্তে ভাসে
মা'র হাসিমুখ চিত্তে ভাসে
চন্দ্রসম নীল আকাশে
সবকিছু মোর পুড়ে কবে
চিরতরে ভষ্ম হবে
সবকিছু মোর পুড়ে কবে
মা, মা, মা
সবকিছু মোর পুড়ে কবে
চিরতরে ভষ্ম হবে
মা'র ললাটে আঁকব তিলক
মার ললাটে আঁকব তিলক
সেই ভষ্ম বিভূতিতে
বিভূতিতে মা
শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ-কাঠিতে
যত জ্বালি সুবাস তত
ছড়িয়ে পড়ে চারিভিতে, মা
শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ-কাঠিতে
শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ-কাঠিতে
Written by: Kazi Nazrul Islam

