歌词
ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না
আমার প্রিয়া লজ্জা পেতে পারে
আহা কাছে এসেও ফিরে যেতে পারে
ও আকাশ প্রদীপ জ্বেলো না
তার সময় হলো আমায় মালা দেবার
সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার
তার সময় হলো আমায় মালা দেবার
সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার
সেই সুরেতে ঝর্ণা তুমি চরণ ফেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও পলাশ ফিরে চেও না
ও কোকিল তুমি গেও না
লাজুক লতা হয়ত গো লাজ পাবে
তার মুখের কথা মুখে রয়ে যাবে
তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়
আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাসায়
তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়
আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাসায়
দোহাই বকুল ছন্দে তাহার গন্ধ ঢেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না
Written by: Hemant Kumar Mukherjee, Pulak Banerjee


