制作

出演艺人
Kabir Suman
Kabir Suman
表演者
Jayati Naskar
Jayati Naskar
表演者
Raka Bhattacharya
Raka Bhattacharya
表演者
Abhra Ghosh
Abhra Ghosh
表演者
Shoubhik Mishra
Shoubhik Mishra
表演者
Anindya Bhattacharya
Anindya Bhattacharya
表演者
作曲和作词
Kabir Suman
Kabir Suman
词曲作者

歌词

১৯ শতক, আমেরিকা, train line হচ্ছে পাতা
পাহাড় ফাটিয়ে tunnel বানাবে সাহেব কর্মদাতা
কর্মীরা সব জেলের কয়েদি, কাজেই মাইনে নেই
বিনা দোষে জেলে আটক নিগ্রো শ্রমিক মাগনাতেই
(নিগ্রো শ্রমিক মাগনাতেই)
(নিগ্রো শ্রমিক মাগনাতেই)
পূর্বপুরুষ ক্রীতদাস ছিল, দাসপ্রথা নেই আর
আছে বিনা দোষে কালোদের জেলে ঢোকানোর কারবার
তারাই বসালো রেলের line, গাঁইতি-হাতুড়ি ধরে
জন উইলিয়াম হেনরিও ছিল কয়েদি পোশাক পরে
(জন উইলিয়াম হেনরি)
(জন উইলিয়াম হেনরি)
বিশাল চেহারা, হাতুড়ির ঘায়ে চৌচির হয় সব
জন হেনরির হাতুড়িতে ভাঙে ভাঙা যা অসম্ভব
ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে tunnel বানাবে কারা?
হাতুড়ির ঘায়ে drill বসানোর তাগদ ধরেছে যারা
(যারা, তাগদ ধরেছে যারা)
(যারা, তাগদ ধরেছে যারা)
জন হেনরির একটি মারেই drill ঢুকে যায় সোজা
কালো মানুষের মেহনত টানে সাদা মানুষের বোঝা
বাষ্পচালিত rail এলো যেই জন হেনরির জ্বালা
আমি আছি সেই হাতুড়িতে, তোরা তোদের যন্ত্র চালা
(জন হেনরির হাতুড়ি)
(জন হেনরির হাতুড়ি)
যন্ত্রে-মানুষে লড়াই চললো, হেনরির হলো জয়
এত মেহনত শরীরে সয় না, জিতেও মরতে হয়
জন হেনরিরা মরেও মরে না, গানে গানে থেকে যায়
কান পেতে শোনো, হাতুড়ি এখনও শ্রমিকের গান গায়
(গায়, শ্রমিকের গান গায়)
(জন হেনরির গান গায়)
(গায়, শ্রমিকের গান গায়)
(জন হেনরির গান গায়)
Written by: Kabir Suman
instagramSharePathic_arrow_out

Loading...