歌词
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন-
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার
হারায় না সে আর
আমি যখন-
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে
সে আলো তার লুটায় ধরণীতে
তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে
তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন
মুকুটে তাঁর পরেন সে রতন
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন-
Written by: Rabindranath Tagore