制作
出演艺人
Bratati Bandopadhyay
表演者
Bratati Parampara
表演者
作曲和作词
Joy Goswami
词曲作者
歌词
স্নেহসবুজ দিন
তোমার কাছে ঋণ
বৃষ্টিভেজা ভোর
মুখ দেখেছি তোর
মুখের পাশে আলো
ও মেয়ে তুই ভালো
আলোর পাশে আকাশ
আমার দিকে তাকা
তাকাই যদি চোখ
একটি দীঘি হোক
যে-দীঘি জ্যো ৎস্নায়
হরিণ হয়ে যায়
হরিণদের কথা
জানুক নীরবতা
নীরব কোথায় থাকে
জলের বাঁকে বাঁকে
জলের দোষ? নাতো!
হাওয়ায় হাত পাতো!
হাওয়ার খেলা? সেকি!
মাটির থেকে দেখি!
মাটিরই গুণ? হবে
কাছে আসুক তবে
কাছে কোথায়? দূর!
নদী সমুদ্দুর
সমুদ্র তো নোনা
ছুঁয়েও দেখবো না
ছুঁতে পারিস নদী
শুকিয়ে যায় যদি?
শুকিয়ে গেলে বালি
বালিতে জল ঢালি
সেই জলের ধারা
ভাসিয়ে নেবে পাড়া
পাড়ার পরে গ্রাম
বেড়াতে গেছিলাম
গ্রামের কাছে কাছে
নদীই শুইয়ে আছে
নদীর নিচে সোনা
ঝিকোয় বালুকণা
সোনা খুঁজতে এসে
ডুবে মরবি শেষে
বেশ, ডুবিয়ে দিক
ভেসে উঠবো ঠিক
ভেসে কোথায় যাবো?
নতুন ডানা পাবো
নামটি দেবো তার
সোনার ধান, আর
বলবো, "শোন, এই
কষ্ট দিতে নেই"
আছে নতুন হাওয়া
তোমার কাছে যাওয়া
আরো সহজ হবে
কত সহজ হবে
বলো, ভালোবাসবে তবে?
বলো, ভালোবাসবে কবে?
Written by: Joy Goswami