音乐视频

音乐视频

制作

出演艺人
Bratati Bandopadhyay
Bratati Bandopadhyay
表演者
Bratati Banerjee
Bratati Banerjee
表演者
作曲和作词
Shankha Ghosh
Shankha Ghosh
词曲作者

歌词

লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই
দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই
ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন
মায়ের কাছে বাবার কাছে করছি বকম-বকম
হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে
এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে
"ওমা, দেখো নৃত্যনাট্য!" যেই বলেছি আমি
মা বকে দেয়, "বড্ড তোমার বেড়েছে ফাজলামি"
চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেসো
আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর
ক'দিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কী
ঠিক অবিকল সেইরকমই মূর্তি যেন দেখি?
ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে
"জানিস, আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে?"
শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন "শোনো
এসব কথা আবার যেন না শুনি কখনো"
বলি না তাই সে সব কথা সামলে থাকি খুব
কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব
আকাশপারে আবার ও চোখ গিয়েছে আটকে
শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে
Written by: Shankha Ghosh
instagramSharePathic_arrow_out

Loading...