歌词
গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে তব বন্ধন যাক টুটে গানে গানে
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাঁধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাঁধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে
সুরহারা প্রাণ বিষম বাঁধা সেই তো আঁধি সেই তো ধাঁধা
গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে গানে গানে তব বন্ধন যাক টুটে গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে তব বন্ধন যাক টুটে গানে গানে
Written by: Rabindranath Tagore


