制作
出演艺人
Aarti Mukherji
表演者
作曲和作词
Lalan Fakir
词曲作者
歌词
সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন বলে জাতের কী রূপ
লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
কেউ মালা, কেউ তসবি গলে
তাইতো রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তসবি গলে
তাইতো রে জাত ভিন্ন বলে
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কী হয় বিধান
সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কী হয় বিধান
বামন চিনি পৈতে প্রমাণ
বামন চিনি পৈতে প্রমাণ
বামনি চিনি কী প্রকারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
জগত বেড়ে জাতের কথা
লোকে গল্প করে যথাতথা
জগত বেড়ে জাতের কথা
লোকে গল্প করে যথাতথা
লালন বলে জাতের ফাতনা
লালন বলে জাতের ফাতনা
ডুবিয়েছি সাত বাজারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন বলে জাতের কী রূপ
লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
Written by: Dinendra Chowdhury, Lalan Fakir

