制作

作曲和作词
Rakib Hasan Rahul
Rakib Hasan Rahul
词曲作者
Habib Wahid
Habib Wahid
词曲作者

歌词

মন যেন তুই
দুই চোখেরি মত কেন রে
সব দেখেও
দেখিস না শুধুই নিজে রে
বুঝি না তোর আচরণ
জানি না কি প্রয়োজন
কি করি বলে দে
একই সুরে ভাসি, একই ভালোবাসি
একই সাথে থেকেও তোরে খুঁজি
একই কথা বলি, একই পথে চলি
একই বুকে রেখেও তোরে খুঁজি
মন যেন তুই
দুই চোখেরি মত কেন রে
সব দেখেও
দেখিস না শুধুই নিজে রে
কোন দোটানায় আঁকড়ে থেকে
শুণ্য তুই কেন ভীষণ
সব থেমে যায়, আঁধারে ডুবে
তবু শুধু তুই আমারই আপন
মন আমার মায়ারি আশায়
কারে ভাবিস হয়ে একা দিশেহারা
একই সুরে ভাসি, একই ভালোবাসি
একই সাথে থেকেও তোরে খুঁজি
একই কথা বলি, একই পথে চলি
একই বুকে রেখেও তোরে খুঁজি
মন যেন তুই
দুই চোখেরি মত কেন রে
সব দেখেও
দেখিস না শুধুই নিজে রে
Written by: Habib Wahid, Rakib Hasan Rahul
instagramSharePathic_arrow_out

Loading...