歌词
এই জীবনে চাই না কিছু
চাই শুধু তোমাকে
জীবনে মরনে থেকো তুমি
শুধু আমার পাশে
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহো নাই
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহো নাই
মনেরই উঠোন জুড়ে কত যে
তোমারই স্বপ্ন দেখি
হৃদয়েরই মাঝে তোমাকে নিয়ে
কত যে ছবি আঁকি
যদি তুমি যাও দূরে
যাব আমি মরেই
এত ভালবাসা কোথায় পাব
হুম, যত দিন আছে এ প্রান তোমাকে ভালবেসে
মনেরই গগনে জড়িয়ে রব
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহো নাই
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহো নাই
হৃদয়ের এ দোলনায় তুমি দুলেছো
এই মনে ঝড় তুলেছো
যত দূরে ছিলে তুমি আমাকে
কত সহজে আপন করেছো
যদি তুমি যাও দূরে
যাব আমি মরেই
এত ভালবাসা কোথায় পাব
হুম, যত দিন আছে এই প্রাণ তোমাকে ভালবেসে
মনেরই গগনে জড়িয়ে রবো
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহো নাই
এ জীবনে চাই না কিছু চাই শুধু তোমাকে
জীবনে মরনে থেকো তুমি
শুধু আমার পাশে
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহো নাই
জনম জনম তোমাকে কাছে পেতে চাই
তুমি ছাড়া এ জীবনে আপন কেহো নাই
Written by: Anik Shahan