制作
出演艺人
Rupankar
表演者
作曲和作词
Rupankar
作曲
歌词
তোর চোখ জ্বলে, তোর ঘুম পায় না
অলিগলি সারারাত মন ধরে না
আমাদের শহরের ঘুম আসে না
তোর কথা বলি আমি সবার কানে
খুঁজি তোর ইতিহাস, খুঁজি মানে
তোর কথা ভেবে চোখে ঘুম আসে না
আসে না, আসে না, চোখে ঘুম আসে না
কিছুতেই আসে না, মনে প্রাণ জাগে না
আজ তোকে বড়ো কাছে পেতে চায় এ চোখ
এ চোখে আগুন জ্বলে, আঁধার নামে না
তোর চোখ জ্বলে
এ শহর বোঝে অনেক গভীর সময়
অসময়ে ছিনিয়ে নেয় তার পরিচয়
এ শহর বোঝে অনেক গভীর সময়
অসময়ে ছিনিয়ে নেয় তার পরিচয়
আসে না, আসে না, চোখে ঘুম আসে না
কিছুতেই আসে না, মনে প্রাণ জাগে না
আজ তোকে বড়ো কাছে পেতে চায় এ চোখ
এ চোখে আগুন জ্বলে, আঁধার নামে না
ও, তোর চোখ জ্বলে
মৃত্যুর কাছাকাছি ধুঁকছে এ প্রাণ
শরীরের প্রতি ফোঁটায় শহরের স্নান
মৃত্যুর কাছাকাছি ধুঁকছে এ প্রাণ
শরীরের প্রতি ফোঁটায় শহরের স্নান
আসে না, আসে না, চোখে ঘুম আসে না
কিছুতেই আসে না, মনে প্রাণ জাগে না
আজ তোকে বড়ো কাছে পেতে চায় এ চোখ
এ চোখে আগুন জ্বলে, আঁধার নামে না
তোর চোখ জ্বলে, তোর ঘুম পায় না
অলিগলি সারারাত মন ধরে না
আমাদের শহরের ঘুম আসে না
আসে না, আসে না, চোখে ঘুম আসে না
কিছুতেই আসে না, মনে প্রাণ জাগে না
আজ তোকে বড়ো কাছে পেতে চায় এ চোখ
এ চোখে আগুন জ্বলে, আঁধার নামে না
তোর চোখ জ্বলে
ও, তোর চোখ জ্বলে
তোর চোখ জ্বলে
Written by: Rupankar

