制作
出演艺人
树
表演者
作曲和作词
树
作曲
Zahed
作词
制作和工程
Syed Arif Al Hoque
混音工程师
歌词
যদি কখনো দেখো আমি পাশে নেই
তোমাকে ঘিরে আগের মতো
ফিরে যাও যদি অতীত স্মৃতিতে
তুমি, রাত নিঝুম, একা
খুঁজবে ঐ দিগন্তের
ডুবে যাওয়া মৃদু আলোয়
অথবা নিভৃতে
তোমার বন্ধ চোখে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
কত স্বপ্ন ছিলো এই চেনা শহরে
বেঁচে থাকার উৎসাহে
ভেবো না সেই দিনগুলো আর
জীবন এমনই হয়
মুছে ফেলো সব স্মৃতির মায়া
ঐ চেনা রাস্তায় আর
ধরবে না আমার হাত
বৃষ্টি ভেজা শরীর আর দেখবে না
আমার প্রার্থনায় তুমি থাকবে চিরকাল
তুমি আর কেঁদো না আমার epitaph-এ
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
Written by: The Tree, Zahed