制作
出演艺人
Rahul Dutta
表演者
Gourab Sarkar
表演者
Ankita Bhattacharyya
表演者
Abanti Sithi
表演者
Pritam Roy
表演者
Sneha Bhattacharya
表演者
Gurujeet Singh
表演者
Rishita Saha
表演者
Suman Majumdar
表演者
Ananya Chakraborty
表演者
Tanmoy Biswas
表演者
Prativa Dutta
表演者
Arman Lama
表演者
Somdutta Das
表演者
Abhratanu Ghosh
表演者
Sampa Biswas
表演者
作曲和作词
Rahul Dutta
作曲
Manik Bera
词曲作者
歌词
মা দুর্গার আগমনে
উল্লাসে আলিঙ্গনে
মহামারী মুছে যাবে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি
পুজো হোক জম জামাটি
নতুন সাজে সেজেছে আকাশ
সাজানো বরণ ডালা
আকাশে মেঘের ভেলা
চলছে ধুনুচি নাচ
কাসর আর ঘন্টা বাজে
এলো মা নতুন সাজে
বাতাসে পুজোর গন্ধ আজ
খুশিতে মন মজেছে আজ
শিউলি ফুলে গন্ধে মাতে
খুশির শারদ প্রাতে
লাগলো দোলা কাশের বনে
হিমেল শরৎ টানে
ষষ্ঠী চাওয়া পাওয়া
আড্ডা সপ্তমিটা
সেলফিতে সেজেছে আজ
অষ্টমী অঞ্জলী আর
নবমীর জাঁক জমকে
বাতাসে পুজোর গন্ধ আজ
খুশিতে মন মজেছে আজ
ভালোবাসার আলিঙ্গনে
বিজয়ার বিসর্জনে
আসছে বছর, আবার হবে
এক সুরে সুর মিলিয়ে
বছর বছর এভাবে
থেকো মা এ প্রানে
মুছিয়ে দুঃখ সবার
সিন্দূরে সোহাগে
দশমীর ঢাকের তালে
বাতাসে পুজোর গন্ধ আজ
খুশিতে মন মজেছে আজ
Written by: Manik Bera, Rahul Dutta