精选于

制作

作曲和作词
Sajid Sarker
Sajid Sarker
词曲作者

歌词

চোখ মেলে দেখো দূরের আকাশে
অভিমানী মেঘ ভাবছে একা
কান পেতে শোনো গাছের পাতারা
মুখ লুকিয়ে কাঁদছে একা
ঘুম ভাঙা কোনো পথের বাঁকে
শেষ বিকেলের সূর্যটা ডাকে
তোমার আমার এই প্রিয় শহরে
ভালোবাসারা কোথায় হারিয়ে
ফেলে আসা সব স্মৃতির আড়ালে
গল্পগুলো আমাদের খুব চেনা
সবক'টা রাত অবাক তাকিয়ে
দূরের আকাশে হয় না তারা
তিন চাকার ওই প্রহরগুলো আজ
এক হয়ে আর দেয় না সাড়া
ঘুম ভাঙা কোনো পথের বাঁকে
শেষ বিকেলের সূর্যটা ডাকে
তোমার আমার এই প্রিয় শহরে
ভালোবাসারা কোথায় হারিয়ে
ফেলে আসা সব স্মৃতির আড়ালে
গল্পগুলো আমাদের খুব চেনা
মিছে মিছে কত স্বপ্ন বোনা
ভুলে ভুলে কত গল্প আঁকা
তোমার আমার হাতে হাত রেখে
কত পথ চলা
ঘুম ভাঙা কোনো পথের বাঁকে
শেষ বিকেলের সূর্যটা ডাকে
তোমার আমার এই প্রিয় শহরে
ভালোবাসারা কোথায় হারিয়ে
ফেলে আসা সব স্মৃতির আড়ালে
গল্পগুলো আমাদের খুব চেনা
তোমার আমার এই প্রিয় শহরে
ভালোবাসারা কোথায় হারিয়ে
ফেলে আসা সব স্মৃতির আড়ালে
গল্পগুলো আমাদের খুব চেনা
Written by: Sajid Sarker
instagramSharePathic_arrow_out