歌词
হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরত মেঘে
হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরত মেঘে
হৃদয়ে...
কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁয়া লেগে
হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরত মেঘে
হৃদয়ে...
কী যে গান গাহিতে চাই
বাণী মোর খুঁজে না পাই
কী যে গান গাহিতে চাই
বাণী মোর খুঁজে না পাই
সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে
সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে
সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে
হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরতমেঘে
হৃদয়ে, হৃদয়ে...
Written by: Rabindranath Tagore