音乐视频
音乐视频
制作
出演艺人
Agnibha Bandyopadhyay
领唱
Amal
表演者
Sreenanda Mukhopadhyay
表演者
Indira Bannerjee
表演者
Nidhi
表演者
Karuna
领唱
Swapan Saha
领唱
作曲和作词
Rabindranath Tagore
作曲
制作和工程
Bhavna Records & Cassettes
制作人
Gopa Roy
制作人
歌词
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই-
তারা যে করে হেলা
মারে ঢেলা ভিক্ষাঝুলি দেখতে পেলে
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু
যদি বা দেয় সে কিছু অবহেলে
করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু
যদি বা দেয় সে কিছু অবহেলে
তবু কি এমনি করে ফিরব ওরে
আপন মায়ের প্রসাদ ফেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
কিছু মোর নেই ক্ষমতা
সে যে ঘোর মিথ্যে কথা
এখনো হয় নি মরণ শক্তিশেলে
কিছু মোর নেই ক্ষমতা
সে যে ঘোর মিথ্যে কথা
এখনো হয় নি মরণ শক্তিশেলে
আমাদের আপন শক্তি আপন ভক্তি
চরণে তোর দেব মেলে
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
নেব গো মেগে-পেতে
যা আছে তোর ঘরেতে
দে গো তোর আঁচল পেতে চিরকেলে
নেব গো মেগে-পেতে
যা আছে তোর ঘরেতে
দে গো তোর আঁচল পেতে চিরকেলে
আমাদের সেইখেনে মান, সেইখেনে প্রাণ
সেইখেনে দিই হৃদয় ঢেলে
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
মা কি তুই পরের দ্বারে
পাঠাবি তোর ঘরের ছেলে?
Written by: Rabindranath Tagore


