音乐视频

音乐视频

制作

出演艺人
Dameer
Dameer
表演者
Dameer Khan
Dameer Khan
领唱
作曲和作词
Dameer Khan
Dameer Khan
词曲作者
制作和工程
Dameer Khan
Dameer Khan
制作人

歌词

পথ দেখি শেষ হয়না
আর যেতে চাইনা
হাত-পা ব্যথা করে তো
কিন্ত যেদিন আমি আসবো
মন ভরে কাঁনবো
বাসবো ভালো তোমায় সেইদিন
বেশি কিছু চাই না
ছোট একটা আয়না
নিজের মুখ ভুলে গেছি তো
ঘর-বাড়ি আর নাইরে
শোবো তোমার কোলে
বাসবো ভালো তোমায় সেইদিন
সময় উড়ে গেল কই?
গতকাল বাচ্চা ছিলাম
সময় উড়ে গেল কই?
সময় উড়ে গেল কই?
সেদিন তোর হাতটা নিলাম
সময় উড়ে গেল কই?
যেখানে স্বপ্ন তোমার ভরপুর
তোরে কাঁধে নিয়ে হাঁটবো ততদূর
যেদিন আমি শুনবো তোমার গলার সুর
বাসবো ভালো তোমায় সেইদিন
হাত বেড়ে দিই রাতে
জবাব পাইলাম না রে
ভেবেছি তোমার আলো তো
কত গল্প আছে, তারাগুলো নাচে
মনটা এত কালো এইদিন
শরীর এখন দুর্বল, মনটা লাগে চঞ্চল
জীবন টা কাটলাম ভালো তো
আর তো বেশি নাইরে
আলো দেখতে পাইরে
বাসবো ভালো তোমায় এইদিন
যেখানে স্বপ্ন তোমার ভরপুর
তোরে কাঁধে নিয়ে হাঁটবো ততদূর
যেদিন আমি শুনবো তোমার গলার সুর
বাসবো ভালো তোমায় সেইদিন
পথ দেখি শেষ হয়না
আর যেতে চাইনা
হাত-পা ব্যথা করে তো
কিন্ত যেদিন আমি আসবো
মন ভরে কাঁনবো
বাসবো ভালো তোমায় সেইদিন
বেশি কিছু চাইনা
ছোট একটা আয়না
নিজের মুখ ভুলে গেছি তো
ঘর-বাড়ি আর নাইরে
শোবো তোমার কোলে
বাসবো ভালো তোমায় সেইদিন
Written by: Dameer Khan
instagramSharePathic_arrow_out

Loading...