制作
作曲和作词
Ahmed Imtiaz Bulbul
词曲作者
歌词
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
সেই প্রেম আমাকে দিও
জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
ধিন তা না না না না না ধিন তা না না না না না তানা না না ধিন ধিন
ধিন তা না না না না না ধিন তা না না না না না তানা না না ধিন ধিন
তুমি আর আমি আর কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সুখ আমাকে দিও।
জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও
চাই না কিছুই তো জীবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার
এ জীবন করেছ কত যে মধুর
হৃদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও
জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
Written by: Ahmed Imtiaz Bulbul