制作

出演艺人
Rupak Tiary
Rupak Tiary
表演者
作曲和作词
Rupak Tiary
Rupak Tiary
作曲
Aviman Paul
Aviman Paul
词曲作者

歌词

কাঁচা-মিঠে খুনসুটি
Half pant, চটি-জামা, pen
স্বপ্ন নিয়ে যাচ্ছে উড়ে
কাগজে বানানো aeroplane
যদি সে হাসে তবে তাকে ঘিরে ফেলে রোদ
ভালোবেসে যায় চুপি চুপি
সে যেন এলোমেলো পায়ে জীবন ছুঁয়ে যায়
এক্কা দোক্কা fruity কমলা টুপি
Back seat-এ হাওয়া খায় অগোছালো অনুভূতি
ফেলে আসা পথ long shot-এ
টক, ঝাল, মিষ্টি মাখানো এই দিনগুলি
এভাবেই যায় যদি কেটে
পিছু ফরে দেখা শোনার সময় নেই তো হাতে
ছুটে চলে জীবনের রেল
রামধনু উঁকি মারে মনের জানলা দিয়ে
মেঘেরা বাজায় calling bell
স্বপ্ন নিয়ে ছুটে চলে
শুধু ফেরবার পথ জানা নেই
তার চোখে চোখ রাখো যদি
তবে তুমিও ভালোবাসবেই
যদি সে হাসে তবে তাকে ঘিরে ফেলে রোদ
ভালোবেসে যায় চুপি চুপি
সে যেন এলোমেলো পায়ে জীবন ছুঁয়ে যায়
এক্কা দোক্কা fruity কমলা টুপি
Written by: Aviman Paul, Rupak Tiary
instagramSharePathic_arrow_out

Loading...