歌词
কোন মেঘলা দিনে বৃষ্টি হবে বলে সূর্যের দেখা হয়
কোন মেঘলা দিনে বৃষ্টি হবে বলে সূর্যের দেখা হয়
এই আকাশ ভরা তাঁরার মাঝে তুই কোথায় বল
এক সন্ধ্যের আলো ভোর হলে ভালো তোমার দেখা হয়
ওই মায়াবী চোখে দেখা মেলে তোকে অন্যভাবে
কিছু শিউরে ওঠা কাঁটা ছেড়া পাতা অন্ধ্যেরাও চেনে
কিছু শিউরে ওঠা কাঁটা ছেড়া পাতা অন্ধ্যেরাও চেনে
যদি গল্প কাহিনী সত্যি হয় তবে তুই কেনো নয়
এই আকাশ ভরা তাঁরার মাঝে তুই কোথায় বল
যদি গল্প কাহিনী সত্যি হয় তবে তুই কেনো নয়
এই আকাশ ভরা তাঁরার মাঝে তুই কোথায় বল
যদি গল্প কাহিনী
সত্যি হয় তবে তুই কেনো নয়
ওই মেঘলা দিনে
বৃষ্টি হবে বলে সূর্যের দেখা হয়
Written by: Arafat Hossain, OCTOBER SUNSET