音乐视频

音乐视频

制作

出演艺人
Bikram Singh
Bikram Singh
领唱
作曲和作词
Rabindranath Tagore
Rabindranath Tagore
词曲作者
制作和工程
Bhavna Records & Cassettes
Bhavna Records & Cassettes
制作人
Gopa Roy
Gopa Roy
制作人

歌词

তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
ওগো তুমি আমার নও আড়ালের
তুমি আমার চিরকালের
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন
প্রেমে আমার ঢেউ লাগে তখন
আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন
প্রেমে আমার ঢেউ লাগে তখন
তোমার শেষ নাহি, তাই শূন্য সেজে
শেষ করে দাও আপনাকে যে
শেষ নাহি, তাই শূন্য সেজে
শেষ করে দাও আপনাকে যে
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...