制作

出演艺人
Atif Ahmed Niloy
Atif Ahmed Niloy
表演者
作曲和作词
Ah Turjo
Ah Turjo
作曲
Abegi Jakir
Abegi Jakir
词曲作者

歌词

চার দুয়ারের মাঝে শুয়াইয়া
আগরবাতির সুবাস ছড়াইয়া
চার দুয়ারের মাঝে শুয়াইয়া
আগরবাতির সুবাস ছড়াইয়া
আমারে দেখতে আসিবে, কেহ কান্নায় ভাসিবে
থাকিবে দেহটা রে থান কাপড়ের তলে
ও মা, মইরা গেসে তোমার পাগল ছেলে
ও মা, মইরা গেসে তোমার পাগল ছেলে
মাগো, মইরা গেসে তোমার পাগল ছেলে
এখন আর তোমার ছেলে করবে না পাগলামি
এখন আর ডাকলেও, মা, আসবো না আর আমি
এখন আর তোমার ছেলে করবে না পাগলামি
এখন আর ডাকলেও, মা, আসবো না আর আমি
কইরা দিয়ো মাফ, মাগো, দিয়ো না অভিশাপ
তোমার মতো এই দুনিয়ায় আপন নাহি মেলে
ও মা, মইরা গেসে তোমার পাগল ছেলে
মাগো, মইরা গেসে তোমার পাগল ছেলে
ও মা, মইরা গেসে তোমার পাগল ছেলে
কত কী বায়না ছিল, স্বপ্ন ছিল হাজার
সবকিছু ছাইড়া যাবো, থাকবে কী আর আমার?
কত কী বায়না ছিল, স্বপ্ন ছিল হাজার
সবকিছু ছাইড়া যাবো, থাকবে কী আর আমার?
গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া
মাটিতে শুয়াইবে মা তুমি বিদায় দিলে
ও মা, মইরা গেসে তোমার পাগল ছেলে
ও মা, মইরা গেসে তোমার পাগল ছেলে
মাগো, মইরা গেসে তোমার পাগল ছেলে
Written by: Abegi Jakir, Ah Turjo
instagramSharePathic_arrow_out

Loading...