歌词
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
চুম হেনে নয়নপাতে
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
চুম হেনে নয়নপাতে
ভোরের হাওয়া এলে
ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা
ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা
গুণ্ঠিতারে শোনাতে
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
চুম হেনে নয়নপাতে
ভোরের হাওয়া এলে
হিম-শিশিরে মাজি তনুখানি
হিম-শিশিরে মাজি তনুখানি
ফুল-অঞ্জলি আনো ভরি দুই পাণি
ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি
ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি
বিশ্ব-সুষমা সভাতে
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
চুম হেনে নয়নপাতে
ভোরের হাওয়া এলে
Written by: Kazi Nazrul Islam


