音乐视频
音乐视频
制作
出演艺人
Abhijeet , Parineet , Sudipto
表演者
作曲和作词
Jeet Gannguli
作曲
Priyo Chattopadhyay
词曲作者
制作和工程
SVF
制作人
歌词
ঢাকের তালে কোমর দোলে
খুশীতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষণ
মায়ের রুপে মন ভরে যায়
প্রনাম জানা ঐ রাঙা পায়
ওরে ধুনচি দু’হাতে নাচরে এখন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন
বলো দুগ্গা মায় কি জয়
বলো দুগ্গা মায় কি জয়
বলো দুগ্গা মায় কি জয়
বলো দুগ্গা মায় কি জয়
আসবে আবার মা বছর পরে
দু’চোখ তবু হায় জলে ভরে
আসবে মা লক্ষ্মী ক’দিন পরে
মন যে তবু হায় কেমন করে
আমি জানাবো মাকে জানাবো
আজ আমার এ মনের আশা
যেন এ মনে, এই জীবনে
থাকে এমনই ভালোবাসা
মায়ের ভাসান হবে রে আজ
চলছে বরন আরতি নাচ
ঢাই কুরা কুর, ঢ্যাং কুরা কুর
তোলরে মাতন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন
আমি জানিনা, কেন জানিনা
আজ নিজেকে নতুন লাগে
মন সেজেছে, রং লেগেছে
এত খুশী দেখেনি আগে
আমি পেয়েছি, ফিরে পেয়েছি
কত দিনের পরে এই হাসি
তাই মনে হয়, শুধু মনে হয়
যেন এভাবে সুখে ভাসি
বরন শেষে সিঁদুর খেলা
থাকবে মনে বিদায় বেলা
আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন
বলো দুগ্গা মায় কি জয়
বলো দুগ্গা মায় কি জয়
বলো দুগ্গা মায় কি জয়
বলো দুগ্গা মায় কি জয়
Written by: Jeet Gannguli, Priyo Chattopadhyay


