音乐视频
音乐视频
制作
出演艺人
Shaan
表演者
Shaan , Monali Thakur
表演者
作曲和作词
Jeet Gannguli
作曲
Srijato Bandyopadhyay
作词
制作和工程
SVF
制作人
歌词
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ এ ভাসাবে মন পাহাড়
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ এ ভাসাবে মন পাহাড়
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
এলোমেলো চিন্তা গুলো
কেন তোকেই ছুঁলো কে জানে?
চোখের পাতায় হাসি রেখে যায়
ধুলো মেখে যায় আনমনে
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
আকাশ পথে যাবো বেড়াতে
রেখে তোর কাঁধে দুটো হাত
তারায় তারায় হবে সাজানো
হীরে জড়ানো প্রতি রাত
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ এ ভাসাবে মন পাহাড়
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ এ ভাসাবে মন পাহাড়
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
Written by: Jeet Gannguli, Srijato Bandyopadhyay


