歌词
খুঁজেছি তোকে রাত-বেরাতে
জ্বলেনি আলো স্বপ্নে
লুকিয়ে চিঠি তোকে লেখা
তুলে রেখেছি যত্নে
মনের অলি গলি, হয়ে কেন পালালি?
রাতেও মরিচিকা দেখছি একা একা
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে
ট্রালা লালা লা
খুঁজেছি তোকে রাত-বেরাতে
জ্বলেনি আলো স্বপ্নে
লুকিয়ে চিঠি তোকে লেখা
তুলে রেখেছি যত্নে
মনের অলি গলি, হয়ে কেন পালালি?
রাতেও মরিচিকা দেখছি একা একা
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে
ট্রালা লালা লা
ও হো হো হো
ও হো হো হো
ও হো হো হো
ও হো হো হো...
খেয়ালে খোয়াবে ভরা
নৌকো ভাসে যদি
ভোরের তরীতে চড়ে
কাল কেউ আসে যদি
খেয়ালে খোয়াবে ভরা
নৌকো ভাসে যদি
ভোরের তরীতে চড়ে
কাল কেউ আসে যদি
মনের অলি গলি, হয়ে কেন পালালি?
রাতেও মরিচিকা দেখছি একা একা
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে
ট্রালা লালা লা
ও হো হো হো
ও হো হো হো
ও হো হো হো
ও হো হো হো...
ধোঁয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে
কেন যে দাঁড়িয়ে প্রেম হাতড়াস কে জানে!
ও ধোঁয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে
কেন যে দাঁড়িয়ে প্রেম হাতড়াস কে জানে!
মনের অলি গলি, হয়ে কেন পালালি?
রাতেও মরিচিকা দেখছি একা একা
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে
ট্রালা লালা লা
খুঁজেছি তোকে রাত-বেরাতে
জ্বলেনি আলো স্বপ্নে
লুকিয়ে চিঠি তোকে লেখা
তুলে রেখেছি যত্নে
মনের অলি গলি, হয়ে কেন পালালি?
রাতেও মরিচিকা দেখছি একা একা
গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে
ট্রালা লালা লা
ও হো হো হো
ও হো হো হো
ও হো হো হো
ও হো হো হো...
Written by: Jeet Gannguli, Srijato Bandyopadhyay


