歌词
বিদায় বিদায় নাও নি দ্বিধায়
কার সুবিধায় তুমি যাবে এসে
বুনো মেঘ ভাঙা পাড়
এই ভাবে নির্বিকার, থেকে যাবে
ভুমিরুপ বদলাবে
তুমি জলবায়ু সাতলাবে, থেকে যাবে
কেউ এলোনা এলোনা
কেন বোঝাতো গেলো না
মুঠোর মুখোশে
কেউ কথা রাখলো না
কাছে ডাকলো না, জীবের মুদ্রা দোষে, মুখ খোসে
বিদায় বিদায় নাও নি দ্বিধায়
কার সুবিধায় তুমি যাবে এসে
কাল ফিরে এলে
দেখো তোমার তুমিতে
আমি নেই
বালিশের নীচে চাবি
টেবিলে তোমার খাবার ঢেকে গেলাম
আলো জ্বেলো না, জ্বেলো না
কাপড় ছড়িয়ে ফেলো না
বড়ো অগোছালো
যারা এলো না, এলো না
তারা কিছুই পেলো না
শুধু হিসেবে মেলানো, মেলানো
বিদায় বিদায় নাও নি দ্বিধায়
কার সুবিধায় তুমি যাবে এসে
কাল ফিরে এলে
দেখো তোমার তুমিতে
আমি নেই Saqi
Written by: Saqi