歌词
গল্প আমার ফুরোলো
নটে গাছ যেই মুড়োলো
উত্তাপ তত জুড়োলো
জানি না, আমি জানি না
শেষের শুরুতে বাঁকানো ভুরুতে
ভবিষ্যতের ঠিকানা
ছিল কি ছিল না, জানি না
ছিল কি ছিল না, জানি না
আলো ফুটতে চাওয়ার আগেই
আলোর গল্প ফুরোয়
প্রলয় নামার রাতে
দু'হাতে সে ঝড় কুঁড়োয়
একলা পাখি রাত বাদলে
অন্ধ হলো মেঘ মাদলে
স্বপ্ন কাঁচের গুঁড়োয়
শুরুর সে গান মরছে পাহাড় চুড়োয়
জানি না, আমি জানি না
শেষের শুরুতে বাঁকানো ভুরুতে
ভবিষ্যতের ঠিকানা
ছিল কি ছিল না, জানি না
ছিল কি ছিল না, জানি না
Written by: Sahana Dutta, Upali Chattopadhyay


