制作

出演艺人
The Platform Live
The Platform Live
表演者
Artcell
Artcell
表演者
作曲和作词
G Series
G Series
词曲作者
制作和工程
Nadeem A. Salam
Nadeem A. Salam
制作人

歌词

আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গোপনে
তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে
এসো কান পেতে রই নীরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে
নেবো সেই সীমানায় তোমাকে
যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা
সময়ের হাত ধরে
নতুন স্মৃতি নিয়ে
আমি থাকবো
পথ চেয়ে
ছদ্মবেশে
আবার এসে দাঁড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাকা পরাজয়
হয়েছে ম্লান চিরকাল
জানবে তুমি ভোর হওয়া চোখে
যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত্বনা
আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
অবসাদ আশ্রয় খোঁজে
মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়
তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেবো পথ নিমেষে
তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেবো পথ নিমেষে
Written by: G Series
instagramSharePathic_arrow_out

Loading...