制作
作曲和作词
Mohammad Shafayat Hossain
词曲作者
歌词
হিপ হপের হ না বুইজা প কইতে কস ফ
যত হ জ ব র ল
বাংলা বয়ান দিমু র
এহেনদে ব
লইলে ল
নাইলে ডায়রেক্ট খবর ল
এইডা রয়াল বেংগল মিউজিক ভায়া
সই জালালি ধামাকা
ধউপ ব্যাটা ফাচুকি না গ্যাজায়া এই ল
লাড়া চাড়া চিনি ছাড়া আদা মারা চা মা খা
ডিজে ক্যাঠা?
বাংলা বিট বাজা ধুম ধারাক্কা
ফ্লো বাধ ভাংগা ফারাক্কা
স্টাইলে আইলে গল্লি কবি মারজুক শা
বাকি যত হাওকাও মারাও ফাওফাও এমসি খামাখা
সব অন্তর্জালে ক্যাপশন মাইকেল জ্যাকশন
মাইকে ছিড়ু আলম এ্যাকশন
নতুন বছর নতুন ট্র্যাক শোন
তরা তেত্রিশে পাশ, আর আমরা
একশো তে একশো
সজনি আইস্কা
লইলে ফাকে ফু দে টাকে থু
শ্রবনে লইলে মধু আর বদনে লইলে উহ
সজনি আইস্কা
লইলে ফাকে ফু দে টাকে থু
সজনি আয় আয়
লইলে ফাকে আয় সজনি আয় সজনি
আইস্কা
টুনটুনাটুন সবাই র্যাপার নতুন নতুন সাইজ্জা
ভিজা বিলাই কৈ এর ত্যালে কৈ হালাইছে ভাইজ্জা
মামা চাচার কাইজ্জায় পাইতারি সুধাও ভাইস্তা
তর কানশার তলে গরম পড়বো কাম না থাকলে বাইত যা
সব কালচার ভালচার
লুংগি পিন্দা চকবার
হাফপ্যাণ্ট পিন্দা কক্সবাজার
বান্দি টোকাস মগবাজার
ফোর ফোরটি ভোল্টেজের ভার্স মগজে দেয় শক বাজান
ভাইংগা চুইরা ফাইড়া ছিড়া ঢুইকাই যায়গায় নক
এই ল হালকার উপরে ঝাপসা
দিমু ভমকায়া থাকবি চমকায়া
ডায়লগ হুইনা ভাই লোক থমকায়া
ভাবসো মেশিন গেছে জং খায়া
কইলাম আগুন দিমু লংকায়
হুইনা রাবন রাজায় সংকায় কম খায়
বাইড়া ডংকায়
কালবৈশাখী হয়া নামি দমকায় তগো
আইস্কা
লইলে ফাকে ফু দে টাকে থু সজনি
আয় আয়
লইলে ফাকে ফু দে টাকে থু সজনি
আয় আয়
লইলে ফাকে ফু দে টাকে থু
কানে লইলে লাগবো মধু ডায়লগ
শইল্লে লইলে গু
সজনি
আয় না রে
পয়লা পার তুই পয়সা পাতির প্যাচাল পরে
বায়না রে
পুরান পাপড় পোতায়া গেলে পোলাপাইন
টিকায় না রে
আপাদমস্তক সব মেড ইন চায়না
ভাই ব্রাদার মুরগীর আধার
আমগো লগে জলে হাংগর ডাংগায়
হায়না রে
মাইরা ফালাইছে জালালি মাইরা ফালাইছে
মাইরা ফালাইছে জালালি মাইরা ফালাইছে
ভাইংগা চুইরা ফাইড়া ছিড়া গাইড়া ফালাইছে
জালালি মাইরা ফালাইছে
জালালি মাইরা ফালাইছে
মারহাবা মারহাবা এয় জালালি মারহাবা
মারহাবা মারহাবা এয় জালালি মারহাবা
মার হাবা মারহাবা এয় জালালি মারহাবা
এয় জালালি মারহাবা
এয় জালালি মারহাবা
এয় জালালি মারহাবা
Written by: Mohammad Shafayat Hossain