歌词

মাঝ রাতে ঘুম ভেঙে যায় একটি ছেলে কে যেন ডাকে তাকে গভীর অরণ্যে অচেনা একটি সুর বাজে তার মনে জোছনাটা তার পানে চেয়ে মুচকি হাসে হৃদয়ে সব বেদনা ছড়িয়ে আকাশটাতে মনে একটা সুর যাবে সে সেই অরণ্যে জোছনায় অজানা পথে চলা বুকে অনেক আশা জোছনায় হারিয়ে যাওয়া আর ভালোবাসা পাড়ি দেয় সে অনেক দেশ অনেক নতুন শহর পায় না সে স্বপ্নে শোনা সুর কেটে যায় প্রহর তারপর কোনো এক শহরের প্রান্তে দেখতে সে পায় স্বপ্নে দেখা অরণ্যটাকে হৃদয়ে সব বেদনা ছড়িয়ে আকাশটাতে মনে একটি ভাবনা শুনবে সে সেই সুরটাকে জোছনায় অজানা পথে চলা বুকে অনেক আশা জোছনায় হারিয়ে যাওয়া আর ভালোবাসা বনের মাঝে দেখতে পেল সে একটি ফুল নাম না জানা পাশে তার ঘুনে ধরা গিটার আর হারমোনিকা সবকিছুই কেমন যেন তার চেনা মনে হয় হঠাৎ প্রকৃতি তাকে শোনায় তুমি সেই ছেলেটি যার জন্য প্রতীক্ষা তুলে নাও তোমার এই গিটার আর হারমোনিকা জোছনায় হারানো তুমি আসলে আবার জোছনায় হেঁটে যেতে তুমি হাতে গিটার লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা মনে পড়ে সেই স্মৃতি মুচকি হাসে জাতিস্সর এসেছি তোমাদের মাঝে ইচ্ছে গান শোনাবার তুলে নেই নয় সে হাতে গিটার বন্য সেই সুরে ভাঙা গিটার হারমোনিকা আবার জেগে ওঠে প্রকৃতির দুঃখ ঘুচে যায় সেই মায়াবী সুরে ছেলেটির জলভরা চোখ হঠাৎ এলোমেলো চুলে জোছনায় অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা জোছনায় অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা জোছনায় অজানা পথে চলা... অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা... ভালোবাসা জোছনায় অজানা পথে চলা... অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা... ভালোবাসা।
Writer(s): Saidus Sumon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out