音乐视频

Xefer x Muza - Jhumka (Official Music Video)
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
Mahadi Hasan
Mahadi Hasan
表演者
作曲和作词
Muzahid Abdullah
Muzahid Abdullah
词曲作者
Xefer Rahman
Xefer Rahman
词曲作者
Shehab Shahariar
Shehab Shahariar
词曲作者
制作和工程
Trần Hoài Trường
Trần Hoài Trường
后期制作工程师

歌词

যতই তুমি বাহানা করো না কেন চুপিচুপি চোখের ইশারাতে খেলো দেখো কী নীরবে? এভাবে কি জমে? দোতারার তারে তারে বাজতে থাকে মনটা, রে সুরটা চেনা লাগে হায়রে, আমি আছি এখানে না জানি কী নসিবে রাত শেষে কী হবে? ঝুমুর ঝুমুর ঝুমকা ঝুলে কানে, হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলে কানে, হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলে কানে, হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলে কানে হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় আসো মনু, আইসা পড়ো আমার মনের ঠিকানায় দেইখা বড়ো ভালোই লাগে তবুও মুখটা খুলে না ক্যামনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না? একটু শুধু চাইয়া দেখো দিয়া দিমু জীবনটা Oh, oh, oh, oh I can't get you off my mind Oh, oh, oh, oh I'm not the guy who wait in line No, no, no, no Baby, I don't waste no time Tell me how you feel inside? I'm just tryna make you mine দোতারার তারে তারে বাজতে থাকে মনটা, রে সুরটা চেনা লাগে হায়রে, আমি আছি এখানে না জানি কী নসিবে রাত শেষে কী হবে? ঝুমুর ঝুমুর ঝুমকা ঝুলে কানে, হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলে কানে, হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলে কানে, হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলে কানে, হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমুর ঝুমুর
Writer(s): Shibu Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out