制作
出演艺人
Imran Mahmudul
表演者
作曲和作词
Imran Mahmudul
作曲
Asif Iqbal
作词
歌词
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাব আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাব বাতাসে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাব আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাব বাতাসে
অরণ্যের পাখি তুমি
তোমায় জুড়াব ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাব আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাব বাতাসে
যতক্ষণ তুমি-আমি ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি
আমি হই রোদে-মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি
যতখন তুমি আমি ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি
আমি হই রোদে মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি
মনে হয় তোমায় নিয়ে
জলধ অনুভবে রঙধনু আঁকি
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাব আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাব বাতাসে
দূর পথে তুমি-আমি পায়ে পায়ে হাত ধরে চলে
ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে
দূর পথে তুমি-আমি পায়ে পায়ে হাত ধরে চলে
ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে
মন চায় আকাশ হতে
কিছু নীল নিয়ে এসে সাজাই আঁচলে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাব আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাব বাতাসে
অরণ্যের পাখি তুমি
তোমায় জুড়াব ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাব আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাব বাতাসে
তোমায় বাজাব বাতাসে
তোমায় বাজাব বাতাসে
Written by: Asif Iqbal, Imran Mahmudul