制作
出演艺人
Bappa Mazumder
表演者
作曲和作词
Bappa Mazumder
作曲
Sankor Shaojal
词曲作者
歌词
বেঁচে থাক গহীন নদী
অথই পুকুর, অরণ্য ফুল-ফল
বেঁচে থাক সবুজ-শ্যামল
প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ-শ্যামল
প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
যদি না থাকে পাখি, উধাও সবুজ
না শুনি নদীর প্রাণ কলতান
যদি বুনোফুলেরা না ফোটে বনে
প্রজাপতি রঙ হারায় মন
কেমন করে বাঁচবো বলো
প্রাণ খুলে গাবো জীবনের জয়গান
জীবনের জয়গান
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক (জীবনের জয়গান)
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক (জীবনের জয়গান)
বেঁচে থাক গহীন নদী
অথই পুকুর, অরণ্য ফুল-ফল
বেঁচে থাক সবুজ-শ্যামল
প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল (সুনির্মল)
স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
স্নিগ্ধ সুনির্মল
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
বেঁচে থাক সবুজ, বেঁচে থাক
Written by: Bappa Mazumder, Sankor Shaojal