制作
作曲和作词
Amit Hasan Eather
词曲作者
歌词
এই রাত মায়াবী রাত
এই পথে আছে জাদু
এই চাঁদ একা হয়েছে
তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই)
দূরে যা আছে, আধারে লুকিয়ে আছে
সবুজ যা আছে অদূরে কুয়াশায় ঘুমিয়ে গেছে
তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই)
থেমে ছিল যে জড়তা
এ রাতের শীতল সুভাষে হেড়ে গেছে
চঞ্চল হাওয়া সে ঠিকানা ভুলে
তোমার চুলে লুকিয়ে আছে
তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই)
এই রাত মায়াবী রাত
এই আধারে আছে জাদু
এই পথ ঠিকানা ভুলে যাক
এই সময় থেমে যাক
এই চাঁদ একা হয়েছে
তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই)
Written by: Amit Hasan Eather