制作
出演艺人
Mohammed Irfan
表演者
Om
演员
Falguni Rahman Jolly
演员
Ashish Vidyarthi
演员
Amit Hasan
演员
Rajatava Dutta
演员
Rabiul Islam
演员
作曲和作词
Akassh
作曲
Priyo Chattopadhyay
作词
制作和工程
Nehal Dutta
视频总监
Wajed Ali Sumon
视频总监
Ashok Dhanuka
视频制作人
Himanshu Dhanuka
视频制作人
歌词
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
যতনে রেখেছি তোকে মনের গভীরে
তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
এক পা দু' পা করে তুই এলি এই মনে
শেখালি আমাকে ভালবাসার মানে
এক পা দু' পা করে তুই এলি এই মনে
শেখালি আমাকে ভালবাসার মানে
স্বপ্নে দেখেছি তোকে দু'চোখ ভরে
তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে
মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে
মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে
মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে
জীবনে পেয়েছি তোর প্রেম সাথীরে
তোর সাড়া না পেলে হয় মন বড়ই চঞ্চল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
কতবার বোঝাবো বল
কতবার জানাবো বল
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল
Written by: Akassh, Mrinal Sen, Priyo Chattopadhyay