制作
出演艺人
Angel Noor
表演者
作曲和作词
Shahnaz Rahmatullah
词曲作者
歌词
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে
সাগরের তীর থেকে...
সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের দিশা পেলো
আমার পরান-বীণা সুরে সুরে ভরে যায়
আমার পরান-বীণা সুরে সুরে ভরে যায়
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল-কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি
তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়
তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে
Written by: Shahnaz Rahmatullah