制作
出演艺人
Ibrahim Kamrul Shafin
表演者
Sajid Sarker
音乐总监
作曲和作词
Sajid Sarker
作曲
Shomeshwar Oli
词曲作者
歌词
লাগলে বলিস,
জায়গায় বসে আওয়াজ দিস।
কলিজাটা ছিঁড়ে তোকে দেবো
লবণ মাখিয়ে নিস।
একা লাগলে বলিস,
মনে মনে আমার নামটা নিস,
তোর মুড অন করে দেবো,
একটা ট্রিট দিয়ে দিস।
উড়ি একসাথে নীলে নীলে,
উড়ি একসাথে মিলে ঝিলে।
চল বন্ধু চল.
চল বন্ধু চল,
চল বন্ধু.. চল।
উড়ি একসাথে নীলে নীলে,
পড়ি একসাথে মিলে ঝিলে।
চল বন্ধু চল
চল বন্ধু চল,
চল বন্ধু.. চল।
ও আগারা বাগারা আলাপে
কারো চেয়ে কেউ কম নয়,
ছ্যাকায় ব্যাকা ছেলেটা বলে
আমি কিন্তু এরকম না।
লাস্ট সিগারেট বলে কিছু নাই,
সময়টা ধুলো ধোঁয়া ছাই।
উড়ি একসাথে নীলে নীলে,
উড়ি একসাথে মিলে ঝিলে।
চল বন্ধু চল,
চল বন্ধু চল,
চল বন্ধু.. চল।
Written by: Sajid Sarker, Shomeshwar Oli