音乐视频

音乐视频

制作

出演艺人
Saptak Sanai Das
Saptak Sanai Das
表演者
Ajoy Das
Ajoy Das
表演者
Kishore Kumar
Kishore Kumar
表演者
作曲和作词
Ajoy Das
Ajoy Das
作曲
Gauri Prasanna Mazumder
Gauri Prasanna Mazumder
作词

歌词

এই তো জীবন
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, চালাও ফোয়ারা
জিন, শেরি, শ্যাম্পেন, রাম
এই তো জীবন
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, চালাও ফোয়ারা
জিন, শেরি, শ্যাম্পেন, রাম
খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও
দেখো চোখে চোখে সর্ষে ফুল
কি?
সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?
আমার 19
কি?
চলে এসো, এসো বলছি
যাবো বলে তো আসিনি আজকে
আজ হবেই হবে সর্বনাশ
স্বর্গ যদি না হয়, সখী
হোক না তবে নরকবাস
Rubbish!
Scandal চাই, বুঝলে?
Scandal চাই background-এ
নইলে এই সমাজে
পুরুষ বলে পাবে না মান
খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও
দেখো চোখে চোখে সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?
আমার 19
ছি!
সাহেবরা সব চলে গেছে (গেছে বুঝি?)
স্বাধীন করে দেশটাকে (সত্যি?)
আমরা ওদের ছাড়িনি তো
ধরে আছি তবু লেজটাকে
মদ খাচ্ছি, party দিচ্ছি
Suit-boot পরে ঘুরে বেড়াচ্ছি
Top to bottom ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ
মদ্যপানের বিরুদ্ধে যারা
তাদের মাথায় পড়ুক বাজ
What!
Yes!
খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও
দেখো চোখে চোখে সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?
আমার 19
এই তো জীবন
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, অ্যাই, চালাও ফোয়ারা
জিন, শেরি, শ্যাম্পেন, রাম
Written by: Ajoy Das, Gauri Prasanna Mazumder
instagramSharePathic_arrow_out

Loading...