制作
出演艺人
JKH Jesan
吉他
Avisheikh
口风琴
Ample Bassist
贝斯
作曲和作词
MD. Nazrul Islam
词曲作者
制作和工程
JKH Jesan
制作人
Bumble Bee
录音工程师
歌词
আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেরাতে চাই
আমি তোমার গন্ধে গন্ধে মেখে থাকতে চাই
বল একটু জায়গা,
যাবে কি দেয়া
তোমার মনের এক কোণে।
বল একটু জায়গা,
যাবে কি দেয়া
তোমার মনের এক কোণে।
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
আমি তোমার পাশে পাশেই শুধু হাঁটতে চাই
আমি তোমার হাতে হাতে হাত রাখতে চাই
বল হবে কি আমার, যাবে কি ওগো
আমার মনের এই বনে-
বল হবে কি আমার, যাবে কি ওগো
আমার মনের এই বনে-
আমি রোজ বিকেলে পায়ে হেঁটে
শুধু তোমায় চোখে পেতে
রাতভোর ওগো জেগে থাকি
তোমার ভালবাসায়-
আমি রোজ বিকেলে পায়ে হেঁটে
শুধু তোমায় চোখে পেতে
রাতভোর ওগো জেগে থাকি
তোমার ভালবাসায়-
শুধু তোমার ভালবাসায়
শুধু তোমার ভালবাসায়
শুধু তোমার ভালবাসায়
শুধু তোমার ভালবাসায়
আমি তোমার চোখে চোখে চোখ রাখতে চাই
আমি তোমায় থেকে থেকে ওগো দেখতে চাই
বল নেবে কি আমায়, দেবে কি ওগো
তোমার মনের ঐ চাবি-
বল নেবে কি আমায়, দেবে কি ওগো
তোমার মনের ঐ চাবি-
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
Written by: MD. Nazrul Islam