精选于

制作

出演艺人
Balam
Balam
表演者
Konal
Konal
表演者
作曲和作词
Asif Iqbal
Asif Iqbal
作词
Akassh Sen
Akassh Sen
作曲

歌词

জনম জনমের ভালোবাসা তোমার আর আমার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
সব পেরিয়ে তোমার কাছে আসবো বারে বার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে
ডানা মেলে এমন তোমার ছোঁয়াতে
মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
তুমি ছাড়া আমি ভাবি না কখনো
তুমি হিনা হলে ভেঙ্গে যায় স্বপ্ন
পথ দেখিয়ে সুখে-দুখে কর পারাপার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
জনম জনমের ভালোবাসা তোমার আর 
আমার রূপকথা তে আমি হব রাজকুমার
Written by: Akassh Sen, Asif Iqbal
instagramSharePathic_arrow_out