制作
出演艺人
Warfaze
表演者
作曲和作词
Sheikh Monirul Alam
作曲
歌词
সেদিন ভোরে
বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে
এই শহরে
ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা
যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ ম্রিয়মাণ দুঃখের ছায়ায়
যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ ম্রিয়মাণ দুঃখের ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়
শূণ্য আশার জীবন্ত ভাষায়
অদূরে দেখেছি প্রাণের মোহনা
যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ ম্রিয়মাণ দুঃখের ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
Written by: Sheikh Monirul Alam