音乐视频

音乐视频

制作

出演艺人
Asif Khan
Asif Khan
表演者
Disha
Disha
表演者
作曲和作词
Ahsan Almas
Ahsan Almas
作词
Ahmed Sajeeb
Ahmed Sajeeb
作曲

歌词

তোর হাসি খুশি
তোর ছেলেমানুষী
করেছে আমায় দিশেহারা
তোর হাসি চোয়ালে
এই মনে ছোঁয়ালে
নেশাতে হই মাতোয়ারা
গালে ঠোঁটে তিলে
আয় থাকি মিলে
থেমে থেমে তোর প্রেমে
হয়ে যাই বাঁধনহারা।।
তুই খোলা বই
বুঁদ হয়ে রই
গল্পেরা পায় ফিরে প্রাণ
তোর পথে চললে
মুখ ফুটে বললে
কথারা হয় কবিতা গান
জ্যোৎস্নাতে ধোয়া
পেলে তোর ছোঁয়া
দুই চোখে ভেজা স্বপন
নির্ঘুম দেয় পাহারা।।
চাপা স্বভাবে
মরি তোর অভাবে
আয় নে জড়িয়ে আমায়
মেঘেরা অবুঝে
মনের সবুজে
প্রণয়ের বৃষ্টি নামায়
ইচ্ছেরা সুকোমল
পায় যদি তোর কোল
থাকে না ঘরে ফেরার
আর কোন তাড়া।।
Written by: Ahmed Sajeeb, Ahsan Almas
instagramSharePathic_arrow_out

Loading...