歌词
তোর হাসি খুশি
তোর ছেলেমানুষী
করেছে আমায় দিশেহারা
তোর হাসি চোয়ালে
এই মনে ছোঁয়ালে
নেশাতে হই মাতোয়ারা
গালে ঠোঁটে তিলে
আয় থাকি মিলে
থেমে থেমে তোর প্রেমে
হয়ে যাই বাঁধনহারা।।
তুই খোলা বই
বুঁদ হয়ে রই
গল্পেরা পায় ফিরে প্রাণ
তোর পথে চললে
মুখ ফুটে বললে
কথারা হয় কবিতা গান
জ্যোৎস্নাতে ধোয়া
পেলে তোর ছোঁয়া
দুই চোখে ভেজা স্বপন
নির্ঘুম দেয় পাহারা।।
চাপা স্বভাবে
মরি তোর অভাবে
আয় নে জড়িয়ে আমায়
মেঘেরা অবুঝে
মনের সবুজে
প্রণয়ের বৃষ্টি নামায়
ইচ্ছেরা সুকোমল
পায় যদি তোর কোল
থাকে না ঘরে ফেরার
আর কোন তাড়া।।
Written by: Ahmed Sajeeb, Ahsan Almas