歌词
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
ছিলো তারা দুই বান্ধবী
ছিলো তারা দুই বান্ধবী
কিন্তু তাদের মাথা দুটো
ছিলো একদম খালি
তাদের চিন্তা ভাবনা শুনে
দিতাম আদোরের গালি
দুই কানের মাঝে
দ্রুত হাওয়া বইতো
ফাঁকা মাথার বাতাসে
পুরা কায়নাৎ উড়ে যেত
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
আছে তারা বান্ধবী
আছে তারা বান্ধবী
ফালতূমি প্রতিদিন
প্রতি মুহূর্ত
দুটো পন্ডিতের জালায়
বাপ-মা অসুস্থ
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা কি বান্ধবী?
এরা কেমন বান্ধবী?
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
নাই যে আর বান্ধবী
এরা আমার বান্ধবী
সাফা রইলো স্বদেশ
দৌড়িয়ে গেলো ঢুকে
এটি পুরুষের দেশ
লুকালো পুরুষের বুকে
তার আসে পাশে
অশান্তি সীমাহীন
সে কি পেড়েছে?
ঘোড়া না ভীতুর ডিম্?
খালি হস্তে, খালি মাথায়
জীবন এলোমেলো
কি যে অসহায়
ভুলে ভুল করে গেলো
কান্নায়, কানে কানে
দ্রুত হাওয়া বইতো
ভরপূর মাথার ইতিহাসে
কত ভুল লেখা হলো
তোমাদের কি মনে আছে?
কতো ফালতূমি প্রতিদিন
ফূর্তির ডাক কতো কাছে
আনন্দের ছায়া সীমাহীন
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা ভীষণ আজগুবি
এরা ভীষণ আজগুবি
বেবি গেলো বিদেশ
কতো দূরে, কতো দূর
স্বাধীনতার আশায়
টাকা-পয়সার ভাংচুর
কিন্তু বুঝলো একদম শেষে
মেঘতলেও চামড়া পুড়ে
স্বাধীনতার সেই দেশে
শুধু সাদা চামড়াই উড়ে
তোমাদের কি মনে আছে?
কতো ফালতূমি প্রতিদিন
ফূর্তির ডাক কতো কাছে
আনন্দের ছায়া সীমাহীন
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা ভীষণ আজগুবি
এরা ভীষণ আজগুবি
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা আমার বান্ধবী
এরা আমার বান্ধবী
Written by: SN Rasul, Shafayat Rasul