制作

出演艺人
Salma Akter
Salma Akter
表演者
Shahin Rana
Shahin Rana
表演者
作曲和作词
Md Tamvir Ahmed
Md Tamvir Ahmed
作词
Md Rumon Parveg
Md Rumon Parveg
编曲

歌词

মায়ার জাদু
কথা : তামভীর আহমেদ
মেয়ে
বন্ধু মায়ার জাদু জানে
আমার পরান দইরা টানে,
পিরিতেরি বান মারিলো
চাইয়া আর নয়নে।।
ছেলে
তোমায় বুঝাই গো কেমনে
তোমার মায়া আমায় টানে
দুই নয়নে আছে জাদু
বলে মনে প্রাণে
ছেলে + মেয়ে
এতো মায়া লাগে বন্ধু
চাইলে তোমার প্রানে,
মনের সুতায় মন বান্ধিয়া
আলগা থাইকা টানে।।
মেয়ে
বন্ধুর মুখে সুখের ছায়া
দেখলে তারে লাগে মায়া,
হাসি মুখে কইলে কথা
শান্তি লাগে মনে।।
ছেলে
তোমার ছবি ভাসে
চোখে রাত্রনিশি দিনে,
তুমি বন্ধু পাশে থাইকো
জীবনে মরনে।।
মেয়ে
আমার ঘরে রয়না মন
খোজে তোমায় দুই নয়ন,
কি জাদুতে করলো
পাগল বাচিনা পরানে।।
ছেলে
তোমায় কতো ভালবাসি
হৃদয় শুধু যানে,
তোমার লাগি হইছি পাগল
এই মায়ার ভুবনে।।
Written by: Md Rumon Parveg, Md Tamvir Ahmed
instagramSharePathic_arrow_out

Loading...