制作
出演艺人
SHEZAN
表演者
HANNAN
表演者
作曲和作词
SHEZAN
词曲作者
Samir Islam
作曲
Hannan Hossain Shimul
词曲作者
制作和工程
SnareByt
录音工程师
歌词
Tax-এর বেলায় রাক্ষস এডি remitance-এ মর্দা
Tap-এ tap-এ send খালি নাইগা কোনো পর্দা
আমরা বেচি solid bar আর তোমগো গিলি গর্দা
তরা ব্যাডা টিক্কা রইসোস আমগো কান্ধে ভর দা
আমগো দুইডার budget-এ তর মতো আইবো ১৫০
আমরা কীয়েরতে কী কইরা লাই দেখছে পুরা দেশও
তরা আহে যাস daily daily, আমগো একটাই ১০০
৫০০ ট্যাকা charge-ই তোর মাসের ভিত্রে ৪০০
খাটনি বহুত পরের ট্যাকা নিজের পকেট ঢুকাইতে
নাম খোয়ান জায়গা ক্ষণিকে আর জীবন জায়গা উঠাইতে
কষ্ট বহুত লুডাইতে, ফাইট্টা যায় গা জুডাইতে
বইয়া খাইলে time লাগে না রাজার হালও ফুরাইতে
আজকা মানিক পার পাইতাসো কালকে আমরা পারেওই
একবার যদি ক্ষার খাইয়া যায় মিশ্যা যাইবা ক্ষারেওই
আবোল তাবোল কইতাছে জ্বরের মুখে কারে ওই?
এমন এমন কাম কইরা থুম কইবো, "ওরা পারে ওই"
দেশে খোরাক চাইলাম খোর দিসে, পুলিশ চাইলাম চোর দিসে
আওয়াজ সবসুম উচা থাকে গলাত বহু জোর দিসে
আঁন্ধার রাইত কাটায় খোদায় নতুন এক ভোর দিসে
Public আয়া লাড়া দিতেই গুরু-সাগরেদ দৌড় দিসে
হকের কথা কওনের মানুষ নাই
পুরা দেশ চলে কাগো ট্যাকায় হুশ নাই?
প্রবাসীগো দাম দিতে ওহন আবার আওয়াজ উঠান লাগবো
চুপ থাইকা কয়দিন আর? কথা কওন লাগবো!
হাতে সময় থাকতে সময় বদলা দেরি হইয়া যায়
গলার টাই দেখবি কেমনে ফাঁসের দড়ি হইয়া যায়
কপাল খারাপ থাকলে মঙ্গলও শনি হইয়া যায়
দেশের public চেতলে কসাইও বলি হইয়া যায়
আংগো জবান বন করবো গলার ক্ষার লইতে পারে নাই
Airport-এ আটকাইবো ওরাই পার হইতে পারে নাই
জনতাই ক্ষমতা এমন কাম নাইগা পারে নাই
কয় "বাপের উপ্রে পাপ আছে", কারো বাপরেই পাপ ছাড়ে নাই
প্রবাসী ভাই-বোন দেশের বোঝা না সম্পদ
ঠ্যাকার বেলায় ট্যাকা পাঠায় মিটায় দেশের সংকট
আংগো ট্যাকায় আংগো মারছে
ভাবছে দিবো কে deffence?
আটকায় দিসে remitance
দেশের পুরা game-ই change
দিন বদলায় গেসে থাকেন সবাই সবার পাশে
TapTap দা cash send করেন পরিবারের কাছে
আমার আপনার হাতেই দেশের চাক্কা ঘুরে মাসে মাসে
Legal রাস্তা থাকতে যান ক্যা illegal এর কাছে?
পোশাক শ্রমিকগো দাম দিতে আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
কৃষকগো হক দিতে আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
খাইট্টা খাওয়া মাইনষের হইয়া আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
পাহাড়ের মাইনষের লাইগা আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
Written by: Hannan Hossain Shimul, Muhammad Shezan, Samir Islam