歌词
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
কি মায়া যে লাগে তোরে বলি কেমনে
জানা আমায় তোর সঙ্গে লইয়া
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
সুতো কাটা ঘুড়ি পাখির মতন উড়ি
তোর শিকলে বাধা পড়তে চাই
মন শোনে না মানা
থাকিস না অচেনা
হৃদয় দিয়ে তোরে কিনতে চাই
কি পাগল বানাইলি তোরে বলি কেমনে
থাক না একটু পাশে আমার হইয়া
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
হয়ে অবুঝ পাখি করছি ডাকাডাকি
তুই ছাড়া কে আমায় মানাবে
মনের গোপন ব্যথা জমা যত কথা
তোর মত কেউ আমায় জানাবে
কি অচল বানাইলি আমি চলতেই পারেনা
হাসতে চাই তোরে বুকে লইয়া
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
Written by: Rohan Raj